স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহ¯পতিবার (১৪সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোগলাবাজারের পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন রনির ফার্মেসির সামনে অজ্ঞাতনামা বৃদ্ধকে (৬০) অসুস্থ অবস্থায় দেখতে পান বাজারের ব্যবসায়ীরা। তখন তাকে অ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক বছর ধরে তিনি বোগলা বাজারে অবস্থান করছিলেন। তিনি বাজারের ভেতরে ঘোরাফেরা করতেন। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান জানান, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।