1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

আবাদ শেষের পথে : আমনে বাম্পার ফলনের আশা

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
অনুকূল আবহাওয়ায় এবার নির্বিঘেœ আমন চাষাবাদ করছেন হাওরের কৃষক। ইতোমধ্যে প্রায় ৯৭ ভাগ জমি আবাদ করা শেষ হয়েছে। চলতি মওসুমে প্রায় ১ হাজার হেক্টর বেশি জমিতে আমন ধান আবাদ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর আমনের চাষাবাদ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছিল ৮২ হাজার ২০০ হেক্টর জমিতে। এবার প্রায় ৮৩ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ ভাগ জমিতে ধান আবাদ শেষ হয়েছে। এ পর্যন্ত ৮৯ হাজার হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। কিন্তু এবার মওসুম ভালো থাকায় ৪৮ হাজার হেক্টর জমি ইতোমধ্যে আবাদ হয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, ১ আগস্ট থেকে আমন চাষ শুরু হয়েছিল। আগামী সপ্তাহ পর্যন্ত ক্ষেতে আমনধান রোপণ করা যাবে। চলতি মওসুমে ব্রি ৪৯, ৭১, ৭৫, ৮৭, ৫১, ৫২, ৩২, ৪৬, বিনা ১৭, ২২, বিআর ২২ ও ২৩ ধান চাষাবাদ হচ্ছে বেশি। সুনামগঞ্জের শাল্লা, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই ও মধ্যনগরে তুলনামূক কম আমন চাষাবাদ হলেও এখন এসব উপজেলার উঁচু জমিতেও আমন আবাদ হয়েছে। কৃষকরা কাক্সিক্ষত ফলন পেতে এখন নিজেরা সচেতন হয়ে ক্ষেতও পরিচর্যা করছেন। সমস্যায় পড়লে ডাকছেন কৃষি বিভাগের সংশ্লিষ্টদের। কৃষি বিভাগও কৃষকদের ফলন বাড়ানোতে উদ্বুদ্ধ করতে নানাভাবে প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করলেও মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের এলাকার কৃষকদের সঙ্গে তেমন সম্পর্ক নেই। তারা ঘরে বসেই মাঠের কাজ সম্পন্ন করেন – এমন অভিযোগ রয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, আমি কিছুদিন আগে এক একর জমিতে আমন চাষ করেছি। লাগানোর পর বৃষ্টি হওয়ায় ভালো হয়েছে ফলন। আশা করি এবার বাম্পার ফলন হবে।
একই উপজেলার পলাশ গ্রামের কৃষক শামসুদ্দিন বলেন, আমাদের আমন চাষ শেষ। বৃষ্টি পেয়ে ধানের গোছা পুষ্টিকর হয়ে ওঠছে। এবার আমনের ভালো ফলন পাবো বলে আশা করি। তবে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠের কৃষকরা চিনেনা। তাই সময় মতো আমরা পরামর্শ পাইনা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, এবার গত মওসুমের চেয়ে সুনামগঞ্জে আমনের চাষাবাদ বেশি হবে। আমরা ধারণা করছি লক্ষ্যমাত্রার আরো ১ হাজার হেক্টর বেশি জমিতে আমন আবাদ হতে পারে। ইতোমধ্যে চাষাবাদও শেষের পথে। এবার গতবারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষি বিভাগ প্রতিদিন আমন মওসুমের মাঠের খবর রাখছে এবং কৃষকদের চাষাবাদে পরামর্শ অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com