বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্বম্ভরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক আছপিয়ার পুত্র ব্যারিস্টার আবিদুল হক।
বৃহস্পতিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুবদল নেতা মো. সবুজ মিয়া। বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ভূইয়া, যুবদল নেতা আবু সাইদ, আবুল কালাম, সাদ্দাম হোসেন, সলুকাবাদ স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম, ইউপি সদস্য জুবায়ের আহমদ জুলহাস প্রমুখ।