1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পুঁজির বিশ্বায়নের পাশাপাশি শ্রমের বিশ্বায়নও হতে হবে : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

সুনামকণ্ঠ ডেস্ক ::
পুঁজির বিশ্বায়নের পাশাপাশি শ্রমের বিশ্বায়নও হতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, পুঁজি যেমন চমৎকারভাবে, সুন্দর পরিবেশে চলাচল করবে, পুঁজির আসল অংশীদার শ্রমকেও সুন্দরভাবে চলাচল করতে দিতে হবে। পুঁজির বিশ্বায়নের পাশাপাশি শ্রমের বিশ্বায়নও হতে হবে।
বাংলাদেশে বিদেশী বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে সকল ধরনের দেশী-বিদেশী পুঁজি চাই, বিদেশী বিনিয়োগ চাই, কিন্তু এর জন্য আমাদের সাথে আলোচনা করে নির্দিষ্ট করতে হবে। আমরা বেজার (বাংলাদেশ রফতানি অঞ্চল কর্তৃপক্ষ) সাথে আলোচনা করে সেটা নির্দিষ্ট করে দেবো।
বৃহ¯পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশ-২০২৩ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে পুঁজি চাই। আমাদের পুঁজি লগ্নি করার যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। নিজস্ব পুঁজি এবং বিদেশী পুঁজিসহ সব ধরনের পুঁজিকে আমরা স্বাগত জানাই। আমাদের পুঁজিবান্ধব আইন কানুন আছে, এটাকে আরো আধুনিকায়ন করার চেষ্টা অব্যাহত থাকবে।
চামড়া, ওষুধ শিল্প ও ইলেক্ট্রনিক পণ্যে বিনিয়োগের গুরুত্ব দিয়ে মন্ত্রী এমএ মান্নান বলেন, পোশাক খাতসহ কিছু খাতে আমরা স্বয়ংস¤পূর্ণ। এর বাইরে চামড়া, ওষুধশিল্প ও ইলেকট্রনিক কিছু খাতে আমরা বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছি। এখানে আমাদের ভালো সম্ভাবনা আছে, ভালো কর্মী আছে। বিনিয়োগ আসলেই তা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com