জগন্নাথপুর প্রতিনিধি ::
“মানবতাই শ্রেষ্ঠদান, আসুন স্বেচ্ছায় করি দান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার জগন্নাথপুর পৌরসভার সামনে হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের আয়োজনে ও সিলেটের মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, কামাল হোসেন, পৌর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ, প্রফেসর সুশান্ত রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচিতে দায়িত্ব পালন করেন মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের মেডিকেল টিম ও সার্বিক সহযোগিতা করেন হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি
সংসদের সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ।