স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলা মিরপুর ইউনিয়নে শ্রীরামসি গ্রামে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি জয়নুল ইসলাম (৪০)-কে সিলেট দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জয়নুল ইসলাম জগন্নাথপুরের শ্রীরামসি নবীনগর গাংপাড় গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে গত ৩১ মে দুপুরে নানা বাড়ি যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে হত্যার হুমকি দিয়ে চলে যায় জয়নুল। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে গত ৩ জুন জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিল জয়নুল ইসলাম।
জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, আসামি জয়নুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গত ১২ সেপ্টেম্বর রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে ধর্ষণ মামলার পলাতক আসামি জয়নুল ইসলামকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।