মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে সোমবার রাত পৌনে আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে টিনের তৈরি গুদামঘরের ভেতরে রাখা মটকা ভর্তি চ্যাপা শুটকি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আলুসহ গুদামঘরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসাউড়া গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী সুরঞ্জন সরকার (৪৫) জানান, এই গুদামে আমিসহ তিনজন ব্যবসায়ীর মালামাল ছিল। গুদামঘরে রাখা মালামাল পুড়ে গিয়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারি সহায়তা প্রদানের জোর দাবি জানাচ্ছি।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে খাকা ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।