সুনামকণ্ঠ ডেস্ক ::
একদিন সব টাকা প্লাস্টিকের নোট হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একদিন সব টাকা প্লাস্টিক নোট হবে। কাগজের টাকা নষ্ট হয়ে যায়, মাছের বাজারে কাগজের টাকা নষ্ট হয়। বেশি করে টাকা ছাপানো হচ্ছে এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে ড. শামসুল আলম বলেন, সরকার অধিক টাকা ছাপায় না, প্রয়োজন মতো ছাপায়। সরকার বাজারে বেশি টাকা ছাড়ে কথাটা সঠিক নয়।
মূল্যস্ফীতি প্রসঙ্গে শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার বেশি ধার নিয়েছে। আমরা মূল্যস্ফীতির চক্রে পড়েছি। বন্যা হয়েছে কোনো ক্ষতি হয়নি। নভেম্বরের থেকে মূল্যস্ফীতি কমে যাবে। তবে একবার মূল্যস্ফীতি বাড়লে আর কমে না।