স্টাফ রিপোর্টার ::
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়ঘাট (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আমিনুল হক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী দেব, সহকারী শিক্ষক ফৌজিয়া আক্তার, অমিতা রাণী গোস্বামী, নাসিমা বেগম, সোহেনা বেগম, নাজমা বেগম, রুবেনা বেগম, অভিভাবক পিয়ারা বেগম, জ্যোৎ¯œা বেগম, সালমা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। মনে রাখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তার শিশুসুলভ আচরণকে কাজে লাগাতে হবে। হাতে-কলমে শেখার তাদের এখনই সময়। তাই প্রত্যেক পিতা-মাতাকে শিশুদের প্রতি যতœবান হতে হবে। বক্তারা আরো বলেন, অভিভাবকদের সকল প্রকার অভিযোগ, অনুযোগ ও পরামর্শ বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নে কাজে লাগবে। এছাড়াও বিদ্যালয়ের সকল প্রকার সভা-সেমিনারে অভিভাবকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।