স্টাফ রিপোর্টার ::
বন্যা, খরা, বজ্রপাত, ভূমিকম্প এইসব প্রাকৃতিক দুর্যোগের শিকার হাওরাঞ্চলের মানুষজন। কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় এই বিষয় নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে। ইউনিয়ন পরিষদের আয়োজনে সূচনা কর্মসূচির সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় গৌরারং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শওকত আলী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাজিদ মিয়া। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুমিন, শিক্ষক প্রতিনিধি গোলাম আহমদ, শিক্ষক (অব.) লাল মিয়া, ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, ইউপি সচিব তামজিদা চৌধুরী, ইউপি সদস্য মো. সালেক মিয়া, মো. আব্দুস সোবহান, মৎস্যজীবী নুর উন নবী, ইমাম শওকত আলী প্রমুখ।