1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ইকবালনগরে বাস চাপায় নারী নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের ইকবালনগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের (আল মোবারকা) চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম আরিজান বিবি(৬৫)। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল জানান, ওই বৃদ্ধা তার ছেলে একরাম উল্লাহকে নিয়ে জামালগঞ্জের রাজাবাজ গ্রাম থেকে সিএনজিযোগে সুনামগঞ্জ শহরের ইকবালনগর এলাকার ভার্ড চক্ষু হাসপাতালে এসেছিলেন চোখের ডাক্তার দেখাতে। ভার্ডের সামনের রাস্তায় সিএনজি থেকে নামার সময় সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল মোবারকা পরিবহনের বাসটি ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাসটিকে আটক করেন। এই সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে নিহত বৃদ্ধার ছেলে একরাম উল্লাহ বলেন, ঢাকাগামি আল মোবারকা বাসটি আমার মাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আমি আমার মায়ের খুনি ঘাতক চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের নিকট দাবি জানাই।
সুনামগঞ্জ সদর থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com