স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও এসএমসি’র সভাপতিকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে। রবিবার সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এবং সদর উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) এনামুর রহিম বাবর স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)র শ্রেষ্ঠ সভাপতি মোহাম্মদ সাজাউল করিম মনোনীত হয়েছেন। সদর উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন প্রধান শিক্ষক রানা তালুকদার, কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; শারমীন জাহান মনিরা, রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়; বিবেকানন্দ দাস রান্টু, ইছাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়; নাজমা আক্তার নাজু, সহকারী শিক্ষক, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; হাবিবুর রহমান, প্রশি, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্রেষ্ঠ কাব, শ্রেষ্ঠ বিদ্যালয় রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়; এনামুল হক মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
শ্রেষ্ঠ সভাপতি মনোনীত হওয়া মোহাম্মদ সাজাউল করিম বলেন, সদর উপজেলায় ১৩০টি স্কুলের ৯টি ক্লাস্টার রয়েছে। প্রতি ক্লাস্টার থেকে বাছাই করে ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ভালো হওয়ায় একজনকে নির্বাচিত করা হয়। এই হিসাবে আমি এবার নির্বাচিত হয়েছি। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।