বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বম্ভরপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগের সভাপতি অরুণ কান্তি দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রণজিত চৌধুরী রাজন। বক্তব্য দেন ইউপি সদস্য আবদুল হেকিম, সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ, রাশেন্দ্র কুমার দাস, ইউপি সদস্য মনোতোষ দাস, আব্দুল মতিন, রিন্টু চৌধুরী প্রমুখ।