স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলার নবীনগর শ্রীরামসি গ্রামের মাদ্রাসা ছাত্রী (১০)-কে ধর্ষণের প্রতিবাদে এবং এ ঘটনায় অভিযুক্ত আসামি জয়নুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার এলাকাবাসীর উদ্যোগে জগন্নাথপুর পৌরসভা চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মদিনাতুল উলুম শ্রীরামসি মাদ্রাসার শিক্ষক মাওলানা ফুজায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ওলিউর রহমান, মাওলানা ছিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালিক আহমেদ, নারীপক্ষ দুর্বার নেটওয়ার্কের সভাপতি জাকিয়া সুলতানা, মানবাধিকারকর্মী সানি বখত, অনিক আহমেদ, ফয়সাল আহমেদ, রিনা বেগম, মঞ্জিল আহমদ, ফারহান আহমেদ, রোজিনা বেগম, নাহিদ আহমেদ, সাবিনা বেগম, শামীম আহমেদ প্রমুখ।