ছাতক প্রতিনিধি ::
ছাতকে পুলিশের অভিযানে ৫ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি ও একটি পিকআপ ভ্যানসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ইউনিয়নের সুনামগঞ্জ-সিলেট সড়কে অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের মৃত কাছম আলী ছেলে মো. সাদেক মিয়া (২৮)-কে ভারতীয় ১০৯ বস্তা চিনিসহ গ্রেফতার করেন। এ সময় চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এ ব্যাপারে ছাতক দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।