স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসাবে সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ক্ষুদে শিল্পীরা অংশ নেয়।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বাউল গান, কবিতা আবৃত্তি, দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য ও ধামাইল গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠান পরিকল্পনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন সংগীত প্রশিক্ষক দ্বৈপায়ন চৌধুরী। উপস্থাপনা করেন ইলি রানী বৈষ্ণব।
এ সময় উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক সোহেল রানা। সংগীত অনুষ্ঠান পরিবেশনে তবলায় ছিলেন অমিত বর্মণ। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠু রঞ্জন দাস, প্রভাকর সরকার, বিপ্লব দাস, নিকেশ সরকার প্রমুখ।