মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে শনিবার বিকেল তিনটার দিকে ইসলামী আন্দোলন, বাংলাদেশ-এর তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনসহ পাঁচদফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মধ্যনগর উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
সংগঠনটির মধ্যনগর উপজেলা শাখার সভাপতি রিযাজ নবী নান্নু তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারি অর্থ স¤পাদক অধ্যাপক মুহাম্মদ নাসির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ শহীদুল ইসলাম পলাশী। সংগঠনটির উপজেলা শাখার সাধারণ স¤পাদক মাওলানা আবদুল কদ্দুস সম্মেলন সঞ্চালনা করেন।