জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ধামাইল গানের জনক বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ। রাধারমণের স্মৃতি ধরে রাখতে রাধারমণ ভক্তদের নিয়ে গঠিত রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ নামের একটি সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে। শনিবার স্মৃতি বিজড়িত রাধারমণের সমাধিস্থান, রাধারমণ কমপ্লেক্সের নির্দিষ্ট স্থান ও বাসুদেব মন্দিরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিত কর্মকার। পরিদর্শনকালে অচিরেই রাধারমণ কমপ্লেক্স নির্মাণ কাজশুরুর আশ্বাস প্রদান করেন সচিব। সচিবের এমন আশ্বাসে রাধারমণ পরিষদের নেতৃবৃন্দসহ এলাকাবাসী আনন্দিত হয়েছেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, নির্বাহী সদস্য টুনু মিয়া, সদস্য তেরাই মিয়া, তৈয়ব আলী, মখলিছ মিয়া, মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।