স্টাফ রিপোর্টার ::
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শুক্রবার সকাল ১০টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিঞা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)র সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)র সাধারণ স¤পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)র সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সাংগঠনিক স¤পাদক মো. ইকবাল হোসেন, সিলেট শিক্ষক সমিতি (বিটিএ)র সভাপতি মো. কুতুব উদ্দিন, সাধারণ স¤পাদক আব্দুল মালেক রাজু।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দেশের ৩৭ হাজার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিলেন। আজ ৪৯ বছরেও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে ধারে কাছেও যেতে পারছি না আমরা। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষকদের যেতে দেয় না। আমরা অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে আন্দোলন করে যাচ্ছি। আমরা যতদিন যাবত জাতীয়করণ হয়নি, ততদিন আন্দোলন করেই যাবো।
সভায় সংগঠন নিয়ে গান পরিবেশন করেন হারুনুর রশিদ। সভা সঞ্চালনা করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক শেখ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা শামসুল হুদা এবং গীতা থেকে পাঠ করেন দিহান চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।