স্টাফ রিপোর্টার ::
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত স্মৃতি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৫) – ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাজির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, আ.লীগ নেতা ঝন্টু তালুকদার, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস, ক্রীড়া সংগঠক শাহীনুর চৌধুরী, জিএম তাশহিজ, যুবলীগ নেতা শুভ বণিক, ছাত্রলীগ নেতা তন্ময় দাশ, খোরশেদুল হাসান খোরশেদ প্রমুখ। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ফুটবল টিমের সাবেক ও বর্তমান ফুটবলারবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। টুর্নামেন্টে ৬টি টিম অংশগ্রহণ করছে।