দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ¯পতিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামের চকবাজার টু হরিনাপাটি সড়কের পূর্ব পাশে এরুয়াখাই গ্রামের মো. আব্দুর রহিমের পুত্র মো. শফিকুল ইসলাম রুবেলের নেতৃত্বে মো. মন্তু মিয়ার পুত্র আব্দুল কাদিদের দোকানঘরের পেছনে এক জমজমাট জুয়ার আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ স¤্রাজ মিয়ার নেতৃত্বে এসআই মুহাম্মদ আসলাম হোসেন ও মোহাম্মদ আমীর খসরু’র সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১১ জন আটক করে। এ সময় ঘটনাস্থল হতে নগদ ৫ হাজার ১৩০টাকাসহ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামের মো. মন্তু মিয়ার পুত্র মো. আব্দুল কাদির (৩৫), মো. আব্দুর রহিমের পুত্র মো. শফিকুল ইসলাম (৩২), মৃত আলতু মিয়ার পুত্র লায়েক মিয়া (৩৪), মৃত আব্দুস ছোবহানের পুত্র মো. মঞ্জুর আলী (৩৫), মো. নুর মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩০), মৃত শরীফ আলীর পুত্র মো. মিলন মিয়া (৩০), মৃত ছায়েদ মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩৮), মৃত আব্দুল আহাদের পুত্র মো. ফারুক মিয়া (২৯), মৃত ছায়েদ মিয়ার পুত্র মো. সুরুজ মিয়া (৩৫), ফতেপুর গ্রামের মো. হবি উল্লাহর পুত্র মো. মোছব্বির আলী (৩৫), মো. আসকর আলীর পুত্র মো. আলা উদ্দিন (২৭)কে গ্রেফতার করা হয়। তাদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।