স্টাফ রিপোর্টার ::
ছাতকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুমা ছাতক পৌর শহরের জাবা মেডিকেল সেন্টার হাসপাতালে খাবার বিতরণ করেন তিনি। এসময় জাপা নেতা জাহাঙ্গীর আলম বলেন, অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। সে লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। ছাতক-দোয়ারাবাজার আসনে জনগণের কাক্সিক্ষত উন্নয়নের জন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক স¤পাদক নূর হোসেন মো. আব্দুল্লাহ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।