ছাতক প্রতিনিধি ::
ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা চত্বরে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরী। উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন তাতিকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব দাস মিঠু। আরও বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ মোহন সরকার, জাইকার ফিল্ড এসিস্ট্যান্ট দেবাশীষ রায়। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, শিক্ষক এমাদ উদ্দিন, পংকজ দত্ত, আনোয়ার হোসেন, পিংকু দাস, চন্দন পাল, বিজয় কুমার দাস, আবদুল মমিন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মণ জয়, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ প্রমুখ।