শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ১৪৪৪ হিজরি সনে তাকমীল ফিল হাদীস (মাস্টার্স) সমাপনকারী এবং এইচএসসি ও আলিম (জি.পি.এ ৫) প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারে উপজেলা যুব জমিয়তের আয়োজনে উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সালিক আহমদের সভাপিতিত্বে, সাধারণ সম্পাদক গাজী মাওলানা আবুল কালাম ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেত ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা সোয়াইব আহমদ, আমেরিকা প্রবাসী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, ইউকে প্রবাসী আব্দুল কাইয়ূম কামালী, সুনামগঞ্জ ৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মখলিছুর রহমান চৌধুরী।
এ সময় আরও বক্তব্য সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, ছাতক উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম খান, পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল হক, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আবু সাইদ, ছাতক উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, মুফতি নোমান বিন আফসার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাকমীল ফিল হাদীস (মাস্টার্স) সমাপনকারী এবং এইচএসসি ও আলিম (জি.পি.এ-৫) প্রাপ্ত ছাত্রদের হাতে ক্রেস্ট তুলে দেন।