স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সদর উপজেলার কলাইয়া গ্রামের হাওরে মাছ ধরতে গিয়ে হতদরিদ্র পরিবারের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বখাটে কালা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ অভিযুক্তকে মদনপুর পয়েন্ট থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতিত ছাত্রীর মা বুধবার সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে স্কুলের পক্ষ থেকে এলাকাবাসীকে নিয়ে এ বিষয়ে আগামী রোববার জরুরি সভা ডাকা হয়েছে।
ওই ছাত্রীর পরিবার ও কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পড়–য়া এক হতদরিদ্র কন্যা সোমবার বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় একই গ্রামের আশরাফ আলীর ছেলে কালা মিয়া (১৯) তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে দূর থেকে কিছু মানুষ এগিয়ে গিয়ে পরিবারকে খবর দিলে তারা রক্তাক্ত ওই ছাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গত বুধবার বিকেলে নির্যাতিত ছাত্রীর মা থানায় এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ছাত্রীর চাচা বলেন, আমার ভাতিজির ইজ্জত যে নষ্ট করেছে আমরা তার বিচার চাই।
কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াক্কাসুর আলী বলেন, আমরা বুধবার নির্যাতিত ছাত্রীর পরিবারের সঙ্গে থানায় গিয়েছিলাম। গরিব পরিবারকে আইনী সহায়তা দেওয়ার জন্য ওসি সাবকে অনুরোধ করে এসেছি। তাছাড়া আমরা আগামী রোববার এ বিষয়ে এলাকাবাসীকে নিয়ে স্কুলের পক্ষ থেকে জরুরি সভা ডেকেছি।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পাবার পর আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।