স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার অস্বচ্ছল নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে আমেরিকা প্রবাসী মাসুদ আহমদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভার হলরুমে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মণি, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, মৃদুল চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা পার্থ প্রতীম দাস প্রমুখ।