জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মসভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পৌর শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দিরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব-এর সভাপতিত্বে ও শশী কান্ত গোপের পরিচালনায় বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধুসূদন ধর, প্রদীপ সূত্রধর খোকন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর, ব্যবসায়ী নিতাই লাল দেব, বিভাষ দে প্রমুখ।