বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি এবং বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসমূহের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, ইউএনও সাদিউর রহিম জাদিদ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ.সফর উদ্দিন।
সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জৎ আলী খান, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান সুহেল আহমদ, শিক্ষক অঞ্জন কুমার রায়, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, ধনপুর ইউপি সচিব সমীর কান্তি দে, ধনপুর ইউপি সদস্য হেনু মিয়া চৌধুরী, বাদাঘাট দক্ষিণ ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অখিল চন্দ্র। অনুষ্ঠানে ইউএনও সাদিউর রহিম জাদিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ স¤পাদক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে ইউএনও সাদিউর রহিম জাদিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।