দিরাই প্রতিনিধি ::
দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফ-এর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার জাকারিয়া হোসেন জুসেফ বাদী হয়ে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মতলিবের বড় ছেলে মোয়াজ্জেম হোসেন জুয়েলকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ, জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা নিয়ে তাদের সাথে পূর্ব বিরোধের জের ধরে জুয়েলের নেতৃত্বে তার ভাই ছেলে ও সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করলে তিনি ও তার ছোট ভাই গুরুতর আহত হন।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি রনেলকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় নিজ বাসার সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার ছোটভাই।