ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার একঝাঁক মেধাবী ছাত্রদের সমন্বয়ে আগামী ১ বছরের জন্য ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২ সদস্যের কমিটি ঘোষণা করেছেন সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। গত রবিবার ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনের সাবেক সভাপতি রবিউল আউয়াল রবি এবং সাধারণ স¤পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংগঠনের পত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে আগামী ১ বছরের জন্য কমিটি ঘোষণা করেন এবং দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান প্রীতম চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র এবং জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক। প্রীতম চৌধুরী বিশ্বম্ভরপুর উপজেলার কৌয়া গ্রামের সুকান্ত চৌধুরী (অজয়) ও নিশা রানী চৌধুরীর সন্তান।
সাধারণ স¤পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিমুস সাকিব শান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক। নাজিমুস সাকিব শান্ত দোয়ারাবাজার উপজেলার নূরপুর গ্রামের শাহ জামাল ও মৃত আরিদূন নেছার সন্তান।
নবনির্বাচিত সভাপতি প্রীতম চৌধুরী জানান, ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি সাবেক নেতৃবৃন্দ আমাকে সভাপতি পদে মনোনীত করায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সুনামগঞ্জ জেলাবাসীর সকল সাধারণ ছাত্র এবং ছাত্রীদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে নিজের সবচেয়ে ভাল কাজটি উপহার দেওয়ার চেষ্টা করবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিমুস সাকিব শান্ত জানান, ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ঢাকা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়–য়া সুনামগঞ্জ জেলা থেকে আগত ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাবো।