স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা (ডায়না) ও সাধারণ সম্পাদক মরিয়ম জান্নাত স্বাক্ষরিত পত্রে ৮১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেবা আক্তার। কমিটিতে ৬ জন সহ সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৯জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা (ডায়না) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে শক্তিশালী নারী নেতৃত্বের লক্ষ্যে তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের তিন বছর মেয়াদী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আবারও নেত্রীকে ক্ষমতায় আনতে নিরলস কাজ করবে যুব মহিলা লীগ।