স্টাফ রিপোর্টার ::
এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগসহ চার দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী ও ইন্টার্নিরা। গতকাল সোমবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত ডিপ্লোমা চিকিৎসকদের আয়োজনে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মাজহারুজ্জামান খাঁনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদ, বিডিএমপিপিএ’র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমদ, ডিপ্লোমা ইন্টার্নি চিকিৎসক অমিত দাস, মাজহারুল ইসলাম, মো. মেহেদী হাসান, সুমন মিয়া, ফজলে রাব্বি শুভ, সুমিত অধিকারী প্রমুখ। বক্তারা দ্রুত ম্যাটস শিক্ষার্থী ও ম্যাটস ইন্টার্নিদের চার দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।