জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার সোনার বাংলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব নিশ্চিতে নরমাল ডেলিভারি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রসব বেদনা নিয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের অভিজ্ঞ মিডওয়াইফ ইতি রাণী নাথের পর্যবেক্ষণে নিরাপদ নরমাল ডেলিভারির জন্য আধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা ও সেবার যাবতীয় আয়োজন রয়েছে নরমাল ডেলিভারি কার্যক্রমে। নিরাপদ মাতৃত্ব ও মাতৃসেবা নিশ্চিতে এই ডেলিভারি কার্যক্রম পরিচালিত হবে।
রবিবার দুপুরে সেলিমগঞ্জ বাজারে সোনার বাংলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেলিভারি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
সোনার বাংলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুদ্দিন আলমগীর।
মেডিক্যাল টেকনোলজিস্ট শৈলেন দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. জসিম উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স নীর্লিপ্তা হালদার, হাফসা রহমান, কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. নিয়াজুর রহমান।
সভায় জরুরি ঔষধপত্র রাখার জন্য একটি ফ্রিজ এবং আয়া ও নৈশপ্রহরী উপজেলা পরিষদ থেকে ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।