জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার পুত্র ছাত্রনেতা ছায়াদ ভূইয়াকে সম্মননা প্রদান করা হয়েছে। শনিবার জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সবার প্রিয় ও তরুণ সমাজসেবক ছাত্রনেতা ছায়াদ ভূইয়া সপরিবারে যুক্তরাজ্যে গমন উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় মাওলানা আজমল হোসাইন জামী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হাদীসহ পরীক্ষার্থী ছাত্রগণ উপস্থিত ছিলেন।