মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত ছয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানার এসআই মো.মশিউর রহমান বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামের রিপন মিয়া (৩৪), রুপ্তন মিয়া (৪০), আলী রাজা (৫০), বদরুল মিয়া (৫২), আলী উসমান (৫৫) ও সোহেল মিয়ার (৩০) বিরুদ্ধে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। শুক্রবার রাত দুইটার দিকে নিজ নিজ বসতঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।