ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়েখ বজলুর রহমান (রহঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাবেক শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নেত্রকোণার জামিয়া নূরীয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম।
সাবেক শিক্ষার্থী হাফেজ শরীফ উদ্দিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম, হাফেজ সাইফুল আলম, হাফেজ আজিজুর রহমান, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা অলিউর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা এমদাদুল হক সাদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কাজী মুহিত উল্লাহ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।