স্টাফ রিপোর্টার ::
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছিল। কিন্তু আওয়ামী সরকার এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণই এই সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে, সেইদিন আর খুব বেশি দূরে নয়।
তাহিরপুরে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার সদর পূর্ব বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনিসুল হক।
তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক পরিচালনা কমিটির টিম সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাখাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা হারুনুর রশীদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আবু সায়েম, তাহিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক বাদল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক রুহুল আমীন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক আব্দুল বারিক, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, আবির হাসান, ছাত্রদল নেতা তানিম আহমেদ লিংকন, অপু মিয়া প্রমুখ।
সভা শেষে সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাধারণ স¤পাদক আনিসুল হকের নেতৃত্বে তাহিরপুর পূর্ব বাজার থেকে র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।