স্টাফ রিপোর্টার ::
মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৮ হাজার ৫০ কেজি ভারতীয় চিনি ও ১টি নৌকাসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মধ্যনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই মো. ইসমাইল হোসেন ভূঞাঁ, এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫০ কেজি ভারতীয় চিনি ও ০১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ০৭ জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।
শুক্রবার ভোর পৌনে ৫টায় মধ্যনগর থানাধীন বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের ১টি ইঞ্জিন চালিত স্টিলের নৌকায় অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মনফর আলীর পুত্র মো. মুজিবুর রহমান (৪৫), আইয়ূব আলীর পুত্র জহুরুল আলম (৪২), মো. রমজান আলীর পুত্র মো. কালু মিয়া (৩৩), আব্দুল আলীর পুত্র মো. আহাদ মিয়া (৫৭), কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র মারুফ মিয়া (২২), গিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন (৩৩) এবং লক্ষ্মীপুর গ্রামের খোরশেদ আলমের পুত্র মো. মুক্তার হোসেন (৩৪)-কে আটক করা হয়। আটককৃত আসামিদের হেফাজতে থাকা নৌকাটি তল্লাশি করে ১৬১ বস্তা (৮০৫০ কেজি) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৭ লক্ষ ২৪ হাজার ৫ শত টাকা। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।