স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসাবে জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শুক্রবার বিকার ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিভিন্ন সংগঠনের ক্ষুদে শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বাউল গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল, সংগীত প্রশিক্ষক দ্বৈপায়ন চৌধুরী, সোহেল রানা, সন্তোষ কুমার চন্দ মন্তোষ। অভিভাবক নবেন্দু তালুকদার, সন্ধ্যা রাণী সরকার, তপন কর প্রমুখ। সংগীতানুষ্ঠান পরিবেশনে তবলায় ছিলেন অমিত বর্মণ।