জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ছিলিমপুর গ্রামের চান মিয়া ও আবদুল হাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চান মিয়া (৭০), আলী আকবর (৩৯) আবদুল হাই (৫০), সাজু মিয়া (৩৫) ও আরো ২ নারীসহ কমপক্ষে ৬ জন আহত হন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে আহত ৬ জনের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোবারক হোসেন জনি বিষয়টি নিশ্চিত করেছেন।