“যুক্তি তর্কে আসুক সমাধান, দুর্জয় তারুণ্যে দুর্নীতি হবে অবসান” স্লোগানকে সামনে রেখে ‘আন্তর্জাতিক যুব দিবস‘ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় ইয়েস গ্রুপ সুনামগঞ্জ আন্তঃস্কুল দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ আয়োজন করে। এই প্রতিযোগিতার প্রথম পর্ব ও চূড়ান্ত পর্ব ৩১ আগস্ট শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।
প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় “রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করতে পারে” বিষয় নিয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে তর্ক যুদ্ধ করে এবং একই রাউন্ডের দ্বিতীয় প্রতিযোগিতায় লটারির মাধ্যমে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও এইচএমপি উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জকে পরাজিত করে আন্তঃস্কুল দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন হয়।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক সাহিবা রহমান শাইরী ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। ফাইনালে বিতর্কের নির্ধারিত বিষয় ছিল “যুব সমাজই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে”।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সনাক সদস্যরা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতায় নয় এটি সৃজনশীল মেধা বিকাশের মাধ্যম। এটির মাধ্যমে একজন বিতার্কিক তার সৃজনশীল চিন্তা চেতনা এবং জ্ঞান দক্ষতা বৃদ্ধি ও মেধা বিকাশের সুযোগ লাভ করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এর চর্চা করা প্রয়োজন। পরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সনাকের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীকে শুভেচ্ছা ক্রেস্ট ও সনদ প্রদান এবং প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সনাক সদস্য যোগেশ্বর দাশ, সঞ্চিতা চৌধুরী এবং নির্মল ভট্টাচার্য এবং মডারেটরের দায়িত্ব পালন করেন সনাক সহ-সভাপতি রুনা শাহীনারা লেইছ। – সংবাদ বিজ্ঞপ্তি