দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে কলাউড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয় কলাউড়া ফ্রেন্স গ্রুপ। রানার্সআপ দল কলাউড়া সাদিক গ্রুপ। খেলায় রেফারির দায়িত্বপালন করেন সাব্বির আহমেদ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোরশেদ আলম, ইউপি সদস্য নুরুল ইসলাম, মনু মিয়া, আমির হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ, তোফায়েল আহমেদ, সাবেক ইউপি সদস্য উজায়ের মজুমদার ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী দলকে ওয়ালটন ফ্রিজ এবং রানার্স আপ দলের মধ্যে এলইডি টিভি তুলে দেন অতিথিবৃন্দ।