স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ‘আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপি যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মা ও শিশু পরিচর্যা এবং আর্থসামাজিক উন্নয়নে নারীদের অবদান স¤পর্কে মানুষকে সচেতন করতে দেশের আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, সামাজিকভাবে দেশের মানুষ আলেম-ওলামাদের বিশ্বাস করে। তাই আলেমরা নিজেরা সচেতন হয়ে অন্যকেও সচেতন করার দায়িত্ব পালন করতে পারেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল।
কর্মশালায় সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন সিলেটের কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল আল্পন্স দ্রং প্রমুখ।