জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ভেঙে যাওয়া সেই বেইলি সেতু মেরামতের পর ফের যান চলাচল শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে জোড়াতালি দিয়ে সেতুটি চলাচলের উপযোগী করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর। মঙ্গলবার বিকেল থেকে এ সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল শুরু করেছে।
গত ২২ আগস্ট সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা এলাকায় স্থানীয় কাটা নদীর উপরে থাকা পুরনো ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর এপ্রোচ অংশ ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক নদীতে পড়ে গেলে ২ জন নিহত হন। এ ঘটনার পর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। যদিও খেয়া নৌকা দিয়ে কোন রকমে মানুষ ও ছোট যানবাহন নদী পারাপার হয়েছে। অবশেষে সেতুটি চালু হওয়ায় জনভোগান্তি কমেছে।
তবে এ নদীর উপর স্থায়ী আরসিসি পাকা সেতু নির্মাণের দাবি এখন জোরালো হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, এখানে জোড়াতালির ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে হবে না। স্থায়ী নতুন পাকা সেতু চাই। তা না হলে দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়। তাই নিরাপদ পাকা সেতু নির্মাণে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের মানুষ।