স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রাইম কোচিং হোমের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
কৃতী শিক্ষার্থী বর্ণা দাস ও রবিউল ইসলামের যৌথ সঞ্চালনায় ও প্রাইম কোচিং হোমের পরিচালক ছালিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, শিক্ষার কোন বিকল্প নেই সেটা আমরা সবাই জানি। আজকে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন তাদের অভিনন্দন। সেই সাথে বলতে চাই, তোমরা তোমাদের জীবনের নতুন ধাপে পা রাখতে যাচ্ছ। স্কুলজীবন থেকে এখানে একটু বেশি স্বাধীনতা তোমরা পাবে। কিন্তু সেই স্বাধীনতার ব্যবহারটি যেন ভুল পথে না চলে যায়। আমরা চাইনা- কোন শিক্ষার্থীর জীবনে অন্ধকার নেমে আসুক, পড়াশোনা থেকে সে দূরে চলে যাক।
মেয়র নাদের বখত আরও বলেন, আমাদের এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, কলেজের ফি দিতে পারছে না, উচ্চশিক্ষা নিতে পারছে না। তোমাদের জানা এমন কেউ থাকলে তাদেরকে আমার অফিসে পাঠিয়ে দিবে। আমি তাদের সাধ্যমতো সহযোগিতা করবো।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জের ৭৩ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।