1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ

  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সুনামকণ্ঠ ডেস্ক ::
আজ বুধবার শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও সবেচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়। পাকিস্তানে হবে চারটি ম্যাচ।
এশিয়া কাপের ১৬তম আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ৩০ আগস্ট বুধবার পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
গ্রুপ এ-তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যা¤িপয়ন শ্রীলংকা।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।
এশিয়া কাপের সূচি :
গ্রুপ পর্ব : গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ২টি করে ম্যাচ। ৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান; ৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি; ২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি; ৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর; ৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি; ৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর।
সুপার ফোর : সুপার ফোরে প্রতিটি দল খেলবে ৩টি করে ম্যাচ। ৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর; ৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো; ১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো; ১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো; ১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো; ১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো।
ফাইনাল : ১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com