জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম শতভাগ বাস্তবায়ন ও অস্পষ্টতাসমূহ দূরীকরণের লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাস্টার ট্রেইনার ও শিক্ষকদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, উপজেলার পাটলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আলী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ চৌধুরী প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাস্টার ট্রেইনার, শিক্ষকগণ নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এতে সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান নতুন কারিকুলাম শতভাগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।