1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মাটিয়ান হাওরে নিখোঁজ দুই ব্যক্তির এখনো সন্ধান মিলেনি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে নিখোঁজ দুজনের এখনো সন্ধান মিলেনি। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। এরপূর্বে গত রবিবার বিকেল সাড়ে ৪টা সময় উপজেলার মাটিয়ান হাওর নৌকাডুবির দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মো. শাহ আলম (৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)।
নিখোঁজদের স্বজনরা জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়া (১৫)কে ঢাকা পাঠানোর জন্য রবিবার দুপুরে তাহিরপুর সদরে আসেন শাহ আলম ও আবুল ফয়েজ। পরে ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে (সিএনজি) তুলে দিয়ে তারা দুজন বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিজেদের ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে রওয়ানা হন। পথিমধ্যে মাটিয়ান হাওরে প্রচ- ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা দুজন নিখোঁজ হন। তাদের পাশাপাশি আরও দুটি নৌকা ছিল। তারা এই ঝড়ের সময় নিজেদের নিরাপদ আশ্রয়ে যায়। পরে ওই নৌকার লোকদের কাছ থেকে জেনে ঝড়ের পর কয়েকটি নৌকা নিয়ে হাওরে তল্লাশি করলেও নৌকা ও নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি।
নিখোঁজ শাহ আলমের চাচাত ভাই চিলাইন তাহিরপুর গ্রামের আব্দুল হালিম জানান, ঘটনার পর রাত ১০টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাইনি। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশসহ সবাই মিলে তাদের খোঁজ করছি কিন্তু পাইনি। আমরা হাওরে নিখোঁজদের সন্ধানে আছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার তৎপরতা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com