মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের যাত্রীছাউনি থেকে রবিবার সকালে অজ্ঞাতনামা এক নারীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ছাড়া গত কয়েকদিন ধরে তিনি
শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে এলাকার মানুষজন জানিয়েছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকাল পৌনে ১০টার দিকে সেখান থেকে মানসিকভারসাম্যহীন ওই নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও লাশ শনাক্তকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।