স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা সহ ২ জন নিখোঁজ রয়েছে ।
রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড় নিখোঁজ দু,জন হলেন, হাওর তীরবর্তী ছিলানী তাহিরপুর গ্রামের আবুল ফয়েজ(৪৫) ও শাহ আলম(৪২) ।
নিখোঁজ দুজনের স্বজন সাফাকুল ইসলাম আফজাল জানান, রবিবার দুুপুরে তারা নিজেদের নৌকায় করে তাহিরপুর উপজেলা সদর বাজারে আসেন। বিকেলে বাড়ি ফেরার পথে সন্ধার দিকে মাটিয়ান হাওরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা সহ দু’জন নিখোঁজ হয়। হাওরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও এখনো তাদের সন্ধান পাওয়া যায় নি। আমরা বিষয়টি তাহিরপুর থানায় অবগত করেছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, নিখোঁজের খবর পেয়েছি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।